kalerkantho


অস্ট্রেলিয়া পুলিশের মুখোমুখি বিশাল অজগর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১০:৫০অস্ট্রেলিয়া পুলিশের মুখোমুখি বিশাল অজগর

ছবি অনলাইন

সম্প্রতি অস্ট্রেলিয়া পুলিশের মুখোমুখি হয়েছিল বিশাল এক অজগর সাপ। সে সাপটির আকার এত বড় ছিল যে, তা দেখে অনেকেই অবাক হয়ে যান।

ক্যামেরায় ধরা পড়েছে বিশাল অজগরটির পুলিশের সামনে দিয়ে যাতায়াতের। আর এ ঘটনার ছবিও তুলে রেখেছে অস্ট্রেলিয়া পুলিশের এক সদস্য।


আরো পড়ুন : আস্ত কুমিরকে গিলে খেল অজগর! (ভিডিওসহ)


বিশাল অজগরের ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে। সে ছবিটি তোলার সময় পুলিশ অফিসার ও তার সঙ্গী অফিসার রাতের পেট্রোল ডিউটিতে ছিলেন। এ সময়েই হঠাৎ সামনে কিছু একটার নড়াচড়া টের পান তারা। এরপর অজগর সাপটি দেখেন তারা।

অফিসাররা জানান, তারা যে সাপটি দেখেছেন তার সঠিক মাপ নেওয়া হয়নি। তবে তারা ধারণা করছেন এটি পাঁচ মিটারেরও বেশি লম্বা।


আরো পড়ুন : বিমানে লুকিয়ে ৮ ফুট লম্বা অজগর! এরপর...


এ সাপটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে কুইন্সল্যান্ডের পুলিশ শেয়ার করেছে গত সোমবার। পরে এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে দুই মিলিয়ন ভিউ এবং ১০ সহস্রাধিক মন্তব্য পড়ে।
সূত্র : বিবিসিমন্তব্য