kalerkantho


টাইট জিন্স পড়েন? সাবধান!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৭ ১৭:৪৩টাইট জিন্স পড়েন? সাবধান!

যদি আপনি টাইট জিন্স পড়তে ভালোবাসেন তাহলে সাবধান হয়ে যান। একটি গবেষণায় জানা গেছে টাইট জিন্স পড়ার ফলে নানা রকম বিপদ দেখা দিচ্ছে। এর ফলে আপনার স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে।

ব্রিটিশ কাইওপ্রেটিক অ্যাসোসিয়েশন (বিসিএ) -এর গবেষণার মতে, টাইট জিন্সএবং হাই হিল স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। টাইট জিন্স পড়ার ফলে ব্যক্তির কাজ করার ক্ষমতা হ্রাস করে। বসা এবং হাঁটার উপর একটি প্রভাব ফেলে।

অতিরিক্ত টাইট জিন্স গাঁটের ওপর প্রভাব ফেলে যার ফলে লাফাতে এবং হাঁটতে কষ্ট হয়। এই গবেষণায় বলা হয়েছে ভারী ব্যাগ বহন করার ফলে মহিলাদের পিঠে ব্যাথার মতো সমস্যা হয়। 

এই গবেষণায় অংশগ্রহণকারী প্রায় এক তৃতীয়াংশ জানতেন না যে পোশাকের কারণে তাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাছাড়া ভারী গহনা পড়লেও এই ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়।

- ইন্টারনেট থেকেমন্তব্য