kalerkantho


জাতিসংঘের জলবায়ু আলোচনায় ১২ বছরের বালক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১১:০৮জাতিসংঘের জলবায়ু আলোচনায় ১২ বছরের বালক

ছবি অনলাইন

জার্মানির বন শহরে চলমান জাতিসংঘের জলবায়ু আলোচনা বুধবার উপস্থিত হয়েছিলেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে এদিন সবার দৃষ্টি কাড়ে টিমোসি নাউলুসালা।

১২ বছরের নাউলুসালা ফিজির বাসিন্দা। গত বছর এক সাইক্লোনে তার গ্রামের সব কিছু ধ্বংস হয়ে যায়। ‘আমার একসময়ের সুন্দর গ্রাম এখন বিরান, সেখানে কিছু নেই...আপনারা কিছু না করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকবেই।’

আরও পড়ুন- জলবায়ু তহবিলের নির্ভরতা বাড়ছে বাজেটের ওপর

সম্মেলনে উপস্থিত প্রায় ২৫টি দেশের রাষ্ট্রপ্রধানসহ অন্য ডেলিগেটদের বলে নাউলুসালা। বিভিন্ন দেশের ডেলিগেটরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন- প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে সুর বদলাল যুক্তরাষ্ট্র

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ সময় উপস্থিত ছিলেন। মার্কেল ও ম্যাখোঁ মঞ্চে উঠলে নাউলুসালা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথাও বলে।মন্তব্য