kalerkantho


তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম ভাসমান দেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৭ ১৩:২১তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম ভাসমান দেশ

কথায় আছে, ক্রুজে চেপে বিদেশভ্রমণ না করলে জীবন নাকি সার্থক হয় না। কারণ ক্রুজে চেপে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরানোর মজাই যেন আলাদা। আর এবার এই সুখকেই দীর্ঘস্থায়ী করতে প্রশান্ত মহাসাগরের ওপর তৈরি হচ্ছে একটি ভাসমান দেশ।

জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে মাত্র ৪৯০০ মাইল দূরে ভাসমান এই দেশটি ২০২০ সালের মধ্যেই তৈরি হতে চলেছে। এমনকি এই দেশটির মধ্যেই থাকবে হোটেল, ঘরবাড়ি, রেস্তোরাঁসহ আরো অনেককিছু। এ ছাড়াও দেশটি চলবে একেবারে তাদের নিজস্ব আইনকানুনে। 

ইতিমধ্যেই পেপাল সংস্থাটি এই ভাসমান দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

আরো জানা গেছে, এই ভাসমান দেশটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে আলাদাভাবে তৈরি হচ্ছে।  

এই ভাসমান দেশ নিয়ে মুখ খুলছেন সিস্টিডিং ইনস্টিটিউট। জানা যায়, আগামী ২০৫০ সালের মধ্যে প্রায় হাজারখানেক ভাসমান শহর তৈরির চেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি।মন্তব্য