kalerkantho


ইবতিহাজের সম্মানে আসছে হিজাব পরা বার্বি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ১৭:০২



ইবতিহাজের সম্মানে আসছে হিজাব পরা বার্বি

নিজের বার্বিকে নিয়ে হাস্যোজ্জ্বল ইবতিহাজ

বিখ্যাত পুতুল বার্বির একটি পুতুল নতুন চেহারা নিয়ে আসছে। এই বার্বির মডেল হয়েছেন ইবতিহাজ মুহাম্মাদ নামের এক আমেরিকান ফেন্সার। তিনি গত বছর অলিম্পকিকে অংশ নিয়েছিলেন হিজাব পরে। 

আগামী শরতের পর পরই অনলাইনে বিক্রি হবে এই বার্বি। বিশ্বের এই জনপ্রিয় বার্বির 'শেরো' সিরিজের অংশ হবে পুতুলটি। এই পুতুল তাদের উপলক্ষ করেই বানানো হয় যারা প্রচলিত ধারা ভেঙে সম্মান বয়ে আনেন। এর আগে একই সিরিজের অধীনে জিমন্যাস্ট গ্যাবি ডগলাস এবং 'সেলমা' পরিচালক আভা দ্যুভার্নেকে মডেল করে বার্বি বানানো হয়। 

ইবতিহাজ এক টুইট বার্তায় জানান, এ বিষয়টি তার জন্যে সম্মানজনক। বাচ্চা হিজাব পরা বার্বি দিয়ে খেললে তারাও হিজাব পরতে উৎসাহিত হবে। 

২০১৬ সালে রিও গেমসে ইবতিহাজই প্রথম আমেরিকান ক্রীড়াবিদ যিনি হিজাব পরে প্রতিযোগিতা করেন। একটি ব্রোঞ্জ মেডেল নিয়ে আসেন দেশের জন্যে। 
সূত্র : এমিরেটস 



মন্তব্য