kalerkantho


কুকুরের কানে ভেসে উঠল ডোনাল্ড ট্রাম্পের মুখ!

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৭ ১৮:০৭কুকুরের কানে ভেসে উঠল ডোনাল্ড ট্রাম্পের মুখ!

ছবি অনলাইন

সম্প্রতি এক কুকুরের কানের ছবি পোস্ট করেছেন মার্কিন নারী জেড রবিনসন। তিনি তার প্রিয় কুকুরের কানের ভেতর খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মুখচ্ছবি। আর এতে উচ্ছসিত সেই নারী ছবিটি শেয়ার করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

কুকুরটির নাম চিফ। এর মালিক জানান, কুকুরটির স্বাস্থ্য ভালো নয়। এ কারণে তিনি তার কানের কয়েকটি ছবি তুলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে চান।

কিন্তু তার একটি ছবি দেখে মনে হয় যে, এটি একেবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। এরপর সে ছবিটি তার বন্ধুকে দেখালে তিনিও বিষয়টিতে একমত হন।

পরবর্তীতে তিনি ফেসবুকে ছবিটি আপলোড করলে তা ভাইরাল হয়ে ওঠে। বেশ কয়েকটি পত্রিকাও ছবিটি প্রকাশ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত যেমন প্রচুর তেমন তার বিদ্বেষীও প্রচুর। তবে উভয় পক্ষই বিষয়টিতে বেশ আমোদ পেয়েছে।

কুকুরের মালিক বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ‘অনলাইনে বহু নেতিবাচকতা রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আমার পোষা কুকুরের ছবি যে বহু মানুষকে একটু হাসি এনে দিতে পেরেছে সেজন্য আমি আনন্দিত।’

সূত্র : ইন্ডি ১০০.কমমন্তব্য