kalerkantho


মুম্বাই উপকূলে দু'টুকরো তিমি!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ অক্টোবর, ২০১৭ ১৬:০৪মুম্বাই উপকূলে দু'টুকরো তিমি!

দু'টুকরো তিমির বড় অংশটি এভাবেই পড়ে ছিল

ভারতের কোলাবায় দক্ষিণ মুম্বাই উপকূলে ৪০ ফুট দীর্ঘ এক তিমি ভেসে এসেছে। ব্রাইডেস প্রজাতির ওই তিমির দাবনীয় দেহটা দুই টুকরো হয়ে পড়ে আছে। 

কোলাবার নেভি নগরের এক স্থানীয় বাসিন্দা জানান, তিমিটির একটি অংশ ২৬ ফুট লম্বা, আর অপরটি ১৪ ফুট হয়ে কাটা ছিল। পরে ব্রিহানমুম্বাই মিউনিপাল কর্পোরেশন (বিএমসি)'কে খবর দেন স্থানীয়রা। বিএমসি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই স্থান পৌঁছান। তারা তিমির মৃতদেহটি সরিয়ে নেন এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে পরীক্ষা শুরু করেন। 

বিস্ময়ের বিষয় হলো, তিমির দেহটা কীভাবে দুই টুকরো হয়ে গেলো? ধারণা করা হচ্ছে, কোনো জাহাজের সঙ্গে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ওটার এই হাল হতে পারে। ইতিমধ্যে দেহের কিছু নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছে। 

ব্রাইডেস তিমিগুলোকে আরব সাগরে দেখা যায়। তাদের সংরক্ষণে রয়েছে ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট, ১৯৭২। এই তিমিগুলো ৫০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। 

পাঁচ মাস আগেও ৪৫ ফুট দীর্ঘ একটি ব্রাইডেস তিমি জুহু এবং মাধ সৈকতে দুই টুকরো অবস্থায় পাওয়া গিয়েছিল। সূত্র : এনডিটিভি মন্তব্য