kalerkantho


ফেসবুকে 'গুড মর্নিং' জানিয়ে শ্রীঘরে যুবক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ১২:২০ফেসবুকে 'গুড মর্নিং' জানিয়ে শ্রীঘরে যুবক

প্রযুক্তির সাহায্য নিতে গিয়ে কারাগারে ঠাঁই হলো এক প্যালেস্টাইনের যুবকের। সোশাল মিডিয়ার মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলের পুলিশ। পরে অবশ্য পুলিশ আসল 'অপরাধীকে' খুঁজে বের করে। অপরাধী আর কেউ নয়, স্বয়ং ফেসবুক।

ফেসবুকে সবাইকে সুপ্রভাত জানাতে গিয়েছিলেন হালাউইম হালাই। ইংরেজিতে তিনি গুড মর্নিং লিখে তা হিব্রু ভাষায় অনুবাদ করতে ফেসবুক সফটওয়ারের সাহায্য নেন। অনুবাদের পর গুড মর্নিং হয়ে যায় Attck them। বাংলায় যার মানে, ওদের ওপর হামলা চালাও। কিছু না বুঝেই অনুবাদটি ফেসবুকে পোস্ট করে দেন তিনি।

এদিকে সেই পোস্ট দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের সন্দেহ আরো বেড়ে যায় ছবির মধ্যে একটি বুলডোজার দেখে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোশাল মিডিয়ার মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে তাকে প্রথমে আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে আসল ভিলেন ফেসবুক। তারপরই তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোরমন্তব্য