kalerkantho


হাতের রেখাই জানাবে আপনার বিদেশ সফর কবে!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ০০:৪৫হাতের রেখাই জানাবে আপনার বিদেশ সফর কবে!

বিদেশে যেতে কে না চায় বলুন? সে পড়াশুনার সূত্রে হোক কিংবা ঘুরতে যাওয়াই হোক। আজকের জেন ওয়াই তো বিদেশে সেটেল হওয়ার বিষয়টি তো এখন হাল ফ্যাশন। সকলেই থাকে সুযোগের অপেক্ষায়। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করে আপনার হস্তরেখার উপরে।

তথ্যপ্রযুক্তির কর্মীদের কাছেও আসে এই সুযোগ সহজেই। কেরিয়ারের উন্নতির জন্য তথ্যপ্রযুক্তির কর্মীরা মুখিয়ে থাকেন সকলে। কেউ কেউ পেয়ে যান সেই সুবর্ণ সুযোগও। কারও আবার লাস্ট মোমেন্টে ভেস্তে যায় সম্পূর্ণ বিষয়টি। কিভাবে ভাগ্যের সঙ্গে সংযুক্ত এই বিষয়টি?

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতে কনিষ্ঠ আঙ্গুলের নীচে থাকা মাউন্ট অফ মুন বিশেষ গুরুত্বপূর্ণ। এই রেখাটি মনের জোর ও কল্পনা শক্তি অনেকাংশে বাড়িয়ে দিতে সাহায্য করে। এই রেখা যত স্পষ্ট হবে তত বিদেশ যাওয়ার পথ আরও স্বচ্ছ হবে।

এই রেখার উপরেই থাকে হৃদয় রেখা। আয়ুরেখা থেকে কোনও লাইন যদি মাউন্ট অফ মুনের দিকে যায় তাহলে সেই ব্যক্তি বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। একইসঙ্গে মাউন্ট অফ মুনের থেকে রেখা বেরিয়ে মাউন্ট অফ জুপিটারে গিয়ে মিশলে বোঝা যায় ওই ব্যক্তির বিদেশ সফর যথেষ্ট ফলপ্রসু হবে।

কোনও ব্যক্তির বিদেশ সফরের উপরে বৃহস্পতির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।মন্তব্য