kalerkantho


গ্রামে উড়ে আসল উড়ন্ত মাছ!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:৪৯গ্রামে উড়ে আসল উড়ন্ত মাছ!

প্রশ্ন– বৃষ্টি কয় প্রকার? উত্তর– শিলাবৃষ্টি, অ্যাসিডবৃষ্টি আবার বেজায় চটলে ইটবৃষ্টিও হয়! কিন্তু মাছবৃষ্টির কথা কি শুনেছেন? শোনেন নি তো? এমনটাই এবার হল শ্রীলঙ্কার চিলওয়া জেলার এক গ্রামে।

আজ সোমবার কালবৈশাখীর ঝড়ে গ্রামে উড়ে আসে প্রচুর মাছ। প্রায় ৫০ কেজি মাছ বিনা চাষেই আকাশ থেকে পড়ল। এই নিয়ে শ্রীলঙ্কায় তিনবার মাছবৃষ্টি হল। কই, চিংড়িসহ নানান চারাপোনা গ্রামের ঝোপঝাড়ে ঝড়ে পড়ে।

ঘটনার প্রতিক্রিয়ায় বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, কালবৈশাখীর সময়ে নদী বা সাগরে প্রবল ঘূর্ণির সৃষ্টি হয়। ঘূর্ণির সময়ে পানিতে থাকা মাছও অনেক উপরে উঠে আসে। ঝড়ের হাওয়ায় মাছগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আর এমনটাই হয়েছে সেই গ্রামে। মাছ ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা সেগুলিকে পাত্রের মধ্যে রেখে সংরক্ষণ করতে থাকেন। কেউ আবার প্লাস্টিকের ব্যাগে পানি দিয়ে মাছগুলো বাড়ি নিয়ে যান।

গ্রামবাসীর মধ্যে মাছবৃষ্টির নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়। যদিও বিট্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে মাছ বৃষ্টির গবেষণা চলছে।মন্তব্য