kalerkantho


প্রাণীজগতের বিরল বন্ধুত্ব!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫৯প্রাণীজগতের বিরল বন্ধুত্ব!

বাঘ আর সিংহের বাচ্চাদের বন্ধু হতে মানা নেই এই ছো্ট্ট বানরের

প্রাণীজগতে শিকার আর শিকারীর লড়াইটা কখনই থামে না। এটাই নিয়ম। টিকে থাকার লড়াইয়ে শিকারের একমাত্রা শত্রু শিকারি। আবার এমন শত্রুতা না থাকলেও এমন প্রাণী রয়েছে যাদের মধ্যে মিল-মহব্বত হওয়ার কোনো কারণই নেই। তবুও এমন নজিরের দেখা মেলে। এখানে এমনই কিছু ছবি দেখে নিন। প্রাণীজগতে এই বন্ধুত্বের দেখা মেলা দায়। দৃশ্যগুলো অবশ্যই বিরল বলা যায়। 

১. খামারে পালা করে দাঁড়িয়ে আছে গরুগুলো। এদের দুধ দোয়ানো হবে। এরই মধ্যে এক বিড়ালকে পেয়ে আদর করছে দুটো গরু। 

 

২. ইঁদুর-বিড়াল খেলাটা ইঁদুরের জন্যে কখনই সুখকর নয়। কিন্তু এই দৃশ্য ভিন্ন তথ্য দেয়। 

 

৩. চিড়িয়াখানায় একটি কুকুর তার বাচ্চাসহ ১০ দিনের এক বাঘ শাবককে দুধ খাওয়াচ্ছে। 

 

৪. সিংহ আর বাঘের বাচ্চাদের সঙ্গে যোগ দিয়েছে একটি বানরের বাচ্চা। দৃশ্যটি সত্যিই বিরল। গুয়াইপো মাঞ্চুরিয়ান টাইগার পার্কে ঘটে এ ঘটনা।

 

৫. লাহোরের রাভি নদীর কাছে এক মহিষের ওপর বিশ্রামে বসেছে একটি কুকুর। 

 

৬. পানামা সিটির সামটি জু-এর দৃশ্য। একটি অ্যালিগেটরের পিঠি নিশ্চিন্তে বসে রয়েছে একটি কচ্ছপ। 

 

৭. বিড়ালটির পাশে কুকুরের বাচ্চাটি দেখা যাচ্ছে। গাড়ি দুর্ঘটনায় এমনই চারটি কুকুরের বাচ্চার মা মারা গেলে বিড়ালের মা-ই তাদের দেখাশোনা করছে। 

 

৮. ল্যাকোর ক্যাম্পে কুকুরের কোলে ঘুমাচ্ছে একটি বানর। 

 

সূত্র : হিন্দুস্তান টাইমস মন্তব্য