kalerkantho


দানবীয় যুদ্ধ ট্যাংককেও ভয় পায় না সিংহ! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৩৩দানবীয় যুদ্ধ ট্যাংককেও ভয় পায় না সিংহ! (ভিডিওসহ)

ছবি অনলাইন

সম্প্রতি ব্রিটিশ সেনাবাহিনীর ব্যবহৃত একটি দানবীয় ট্যাংকের ওপর খেলা করতে দেখা গেছে বনের নানা পশুপাখিদের। আর তা দেখে অনেকেই মন্তব্য করছেন, দানবীয় এ ট্যাংককেও ভয় পায় না বন্য প্রাণীরা।

যুক্তরাজ্যের লংলিট সাফারি পার্কে নিয়ে যাওয়া হয় সে ট্যাংকটিকে। উদ্দেশ্য একটি সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ। এ মাসের শেষে সে প্রদর্শনী হবে।

কিন্তু সে প্রদর্শনীর আগেই ট্যাংকটি যখন সাফারি পার্কে রাখা হয় তখন বন্যপ্রাণীরা তা দেখার জন্য একরকম ভিড় জমায়। আর সে প্রাণীদের ট্যাংকটি খুটিয়ে দেখার দৃশ্য ভিডিও করা হয়েছে, যা দেখে বহু মানুষ আনন্দিত হয়েছে।

কয়েকটি বানরকে দেখা যায় ট্যাংকটির ওপরে উঠে এটা সেটা ঘেঁটে দেখতে। এমনকি মেশিনগানের ওপর দিয়েও এগুলো বেশ চলাফেরা করে।

কিছুক্ষণ পর কয়েকটি সিংহকে দেখা যায় ট্যাকটিকে পর্যবেক্ষণ করতে। এমনকি একটি সিংহ ট্যাকের একপাশে কামড়েও দেখে, কিছু করা যায় কি না!

এ যুদ্ধট্যাংকটিকে সাধারণত তিনজন মানুষ পরিচালনা করে। সাড়ে ২৭ টন ওজনের ট্যাংকটিতে আরও সাতজন মানুষ রাখা যায় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল বেনসন। তিনি জানান, বিভিন্ন প্রাণী কৌতুহলবশত ট্যাংকটিতে তাদের অনুসন্ধান কার্য চালালেও বাস্তবে তারা কেউই এর কোনো ক্ষতি করতে পারেনি।
সূত্র : ডেইলি মেইলমন্তব্য