kalerkantho


রাশিয়ার হেলিকপ্টার থেকে ভুলক্রমে রকেট নিক্ষেপ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৪এমন ঘটনা যে ঘটতে পারে, তা অনেকের কাছেই অবিশ্বাস্য। কারণ সামরিক হেলিকপ্টার থেকে ভুলক্রমে রকেট নিক্ষেপ এবং তা একেবারে দর্শনার্থীদের কাছে বিস্ফোরিত হওয়ার কথা আগে জানা যায়নি। কিন্তু এ ঘটনাই ঘটল রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার থেকে।

রাশিয়ায় তৈরি কেএ-৫২ অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টার থেকে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। শীতল যুদ্ধের পর এবারই প্রথম সবচেয়ে বড় সামরিক মহড়া চালায় রাশিয়া। আর এতেই ঘটে ভুলক্রমে এ রকেট নিক্ষেপের ঘটনাটি।

রাশিয়ার সামরিক বাহিনীর সে হেলিকপ্টারটি যখন রকেট নিক্ষেপ করে তখন কোনোকিছু বোঝার আগেই তা কাছাকাছি দাঁড়িয়ে থাকা মানুষকে আতঙ্কিত করে তোলে। কয়েকজনকে দৌড়াদৌড়ি করতেও দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও করেছেন একজন দর্শক। সে ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে।

তবে এ ঘটনার সঠিক স্থান ও সময় জানা যায়নি। রাশিয়ান সামরিক বাহিনীর পক্ষ থেকে ভিডিওটির সত্যতা স্বীকার করা হলেও এর বেশি কিছু বলা হয়নি।

এ ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।

তবে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কমপক্ষে দুজন ব্যক্তি আহত হয়েছেন। ৬৬.আরইউ নামে সে সংবামাধ্যমে বলা হয়েছে হেলিকপ্টার থেকে বৈদ্যুতিক বিভ্রাটের কারণে মিসাইলটি নিক্ষিপ্ত হয়ে যায়। এতে দুটি গাড়ি আগুনে পুড়ে যায় এবং দুজন ব্যক্তি আহত হয়।

সূত্র : ফক্স নিউজমন্তব্য