kalerkantho


আবারও ফিরে আসছে জুরাসিক যুগ!

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৭ ০২:৫৭আবারও ফিরে আসছে জুরাসিক যুগ!

আবারও ফিরে আসতে চলেছে সেই জুরাসিক যুগ? এখন বিজ্ঞানীদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেই চিন্তাই। কারণ সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানীর নজরে এসেছে ডায়নোসরাসের যুগের একটি জলদানবের ফসিল। যা অনেকটা হোয়াইট সার্ক ও কিলার হোয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন আর্মেনিসরাস।

দানবটি দৈর্ঘ্যে ১৫ মিটার লম্বা। বিজ্ঞানীদের বর্ণনানুযায়ী উদ্ধার হওয়া ফসিলসটি আর্মেনিয়রাসের দেহের ৪০ শতাংশ। অর্থাৎ বাটি অংশের খোঁজ পাওয়া যায়নি। 

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন কের জানিয়েছেন, সম্ভবত জুরাসিক যুগ বা তারও আগের প্রাণী এটি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ।মন্তব্য