kalerkantho


হঠাৎ সামনে ভাল্লুক দেখে... (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২২:০৩হঠাৎ সামনে ভাল্লুক দেখে... (ভিডিওসহ)

ছবি অনলাইন

পাহাড়ি পথে সাইকেল চালাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় হঠাৎ দেখতে পান সামনে একটি ভাল্লুক দাঁড়িয়ে আছে।

ভাল্লুকের মুখোমুখি হওয়ার পর প্রাণভয়ে দ্রুত সাইকেলটি থামানোর চেষ্টা করেন। এরপর তাল সামলাতে না পেরে তিনি ঝোপের মধ্যে পড়ে যান।

পরে অবশ্য তিনি আর সামনে আগাননি। সাইকেলটি সোজা করে পেছনের দিকে চুপিসারে চলে যান। ভাল্লুকটিও আর কিছু বলেনি।

এ ঘটনাটি তার ভিডিও ক্যামেরায় উঠে এসেছে। এতে দেখা গেছে হঠাৎ ভাল্লুকের সামনে পড়ায় তার অপ্রস্তুত অবস্থায় হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার চিত্র।

কালো ভাল্লুক অত্যন্ত বিপজ্জনক। আর ভাল্লুকের কাছাকাছি চলে গেলে তার জীবনহানিও ঘটতে পারত। এ কারণে তিনি যে সেদিকে যাননি, তা বলাই বাহুল্য।  সূত্র : ডেইলি মেইলমন্তব্য