kalerkantho


দেখা মিলল বিশালাকৃতির স্পার্ম তিমির

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৩১দেখা মিলল বিশালাকৃতির স্পার্ম তিমির

ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে বড় দাঁতযুক্ত প্রাণী হিসেবে স্পার্ম তিমি পরিচিত। তিমি প্রজাতির মথ্যেও দাঁতযুক্ত সবচেয়ে বড় এ স্পার্ম তিমি। সম্প্রতি এ প্রজাতির দুটি তিমি দেখা গেছে আরব সাগরে পাকিস্তানের জলসীমায়।

স্থানীয় জেলেরা মাছ ধরার সময় বিশাল এ তিমি দুটির নড়াচড়া দেখতে পায়। গুনজ থেকে ২২ কিলোমিটার দক্ষিণে তিমি দুটিকে দেখা যায়।

জেলেরা জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে তিমিগুলোকে সেখানে খেলা করতে দেখা যায়। এরপর সেগুলো গভীর সাগরে চলে যায়।

এর আগেও অবশ্য এ এলাকায় এ ধরনের তিমির খবর পাওয়া গেছে। ২০০৫ সালের ডিসেম্বরে এ এলাকার নিকটবর্তী দারান উপকূলে স্পার্ম তিমির কঙ্কাল পাওয়া গেছে।

স্পার্ম তিমির মাথা অনেক বড় হয়। এছাড়া তিমিটির মাথার গোলাকৃতি অংশটিও ভিন্ন ধরনের। আর এ কারণে অনেকেই এ তিমিকে চিনে নেয় সহজেই।

এ তিমি সাগরের ৩২৮০ ফুট পর্যন্ত গভীরে ডুব দিতে পারে এবং ৯০ মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে পানির নিচে।


মন্তব্য