kalerkantho


নাইন ইলেভেনের বিরল কিছু ছবি

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ২০:০৭নাইন ইলেভেনের বিরল কিছু ছবি

১৬ বছর হয়ে গেছে, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১১ সেপ্টেম্বর সেই ভয়াল আক্রমণের ঘটনা ঘটেছিল। বিশ্ব মিডিয়া সেই অবিশ্বাস্য ঘটনার একের পর এক ছবি ও ফুটেজ তুলে ধরেছিল। আশপাশে যারা যেভাবে ছিলেন, নিরাপদে সরে গিয়ে সেই ঘটনার সাক্ষী হওয়ার চেষ্টা করেছিলেন। সেই মারাত্মক ঘটনা নাকি সরাসরি ২০০ কোটি মানুষ দেখেছিল। যা কিনা পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশের সমান! 

সেই নাইন ইলেভেনের বিরল কিছু ছবি সংগ্রহের কাজ তখন থেকেই চলছে। এগুলো অনেকেই নিজের মোবাইল বা ক্যামেরা থেকে সরাসরি ইন্টারনেটে ছেড়েছেন। কেউ বা এখনো রেখে দিয়েছেন কিছু ছবি। এখানে দেখে নিন এমনই কিছু ছবি। এগুলো সেই গা হিম করা ঘটনার স্মৃতি বহন করছে। গেল ১১ সেপ্টেম্বর উপলক্ষে এমন কিছু ছবি প্রকাশ করেছেন অনেকে। 

১. দক্ষিণ টাওয়ারটি যখন ধ্বসে পড়তে শুরু করেছে। সেই নজিরবিহীন ঘটনার সাক্ষী এই মানুষগুলো। তাদের চেহারার অবস্থা দেখুন। বোঝা যায়, কী ভয়ংকর ঘটনা ঘটে চলেছে চোখের সামনে। 

 

২. রেক্টর স্ট্রিট আর ব্রডওয়েতে কোনো এক ফটোগ্রাফার তার মধ্যম মানের ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় বিমানটি আছড়ে পড়তে যাচ্ছে ভবনে। 

 

৩. টাওয়ার থেকে মানুষ পড়ছেন, এই দৃশ্য দেখারও সাহস থাকতে হয়। 

 

৪. ধসে পড়া ভবনের ধুলাবালির মেঘ ধেয়ে আসছে। মানুষ দৌড়ে পালাচ্ছে। যেন কোনো সিনেমার দৃশ্য। 

 

৫. এই অ্যাপার্টমেন্টটি মাত্র চার ব্লক দূরে টুইন টাওয়ার থেকে। নর্থ টাওয়ারে প্রথম বিমান হামলার পর এই দৃশ্য ধারণ করা হয় অ্যাপার্টমেন্ট থেকে। 

 

৬. দায়িত্ব বেড়ে গেছে এই মানুষটির। হাতে ব্যান্ডেজের বড় একটি রোল নিয়ে যাচ্ছেন তিনি। 

 

৭. প্রথম ছবির একেবারে ডানে ওপরে দেখা যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১১। নর্থ টাওয়ার বরাবর উড়ছে ওটা।     

 

৮. ধ্বংস হতে থাকা দক্ষিণ টাওয়ার থেকে আবর্জনা বৃষ্টি মতো পড়ছে। একটি ট্রিনিটি চার্চের ওপাশেই ঘটে চলেছে সেই ঘটনা। 


সূত্র : ইন্টারনেট মন্তব্য