kalerkantho


সিনেমা হলে জাতীয় সঙ্গীতে না দাঁড়ানোয় আটক কাশ্মীরের ৩ ছাত্র

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ১৫:৫৩সিনেমা হলে জাতীয় সঙ্গীতে না দাঁড়ানোয় আটক কাশ্মীরের ৩ ছাত্র

ফাইল ফটো

ভারতের সব সিনেমা হলেই শো শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের রেওয়াজ আছে। আর এ সময় হলে উপস্থিত সবাইকে উঠে দাঁড়াতে হয়। আর এ নিয়ম না মেনে গ্রেপ্তার হলেন ইঞ্জিনিয়ারিংয়ের তিন ছাত্র। জাতীয় সঙ্গীতকে অসম্মান করার অভিযোগ আনা হয়েছে ওই তিন কাশ্মীরী ছাত্রের বিরুদ্ধে।

এ ঘটনা ঘটে শনিবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে। সে সময় সিনেমা হলটিতে উপস্থিত ছিলেন ভারতের এক শীর্ষ পুলিশ কর্মকর্তাও। তাঁরই প্রথম নজরে আসে যে বরেলি কি বরফি ছবিটি শুরু হওয়ার আগে 'জনগণমন' চলাকালে যখন হলের সবাই উঠে দাঁড়িয়ে পড়েছেন, তখন নিজের জায়গাতেই বসে রয়েছে তিন কাশ্মীরী ছাত্র। তখনই বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান ওই পুলিশকর্তা। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

জামিল গুল, ওমর ফৈয়াজ ও মুদাবির সাব্বির নামে তিন ছাত্রের বিরুদ্ধে রাজেন্দ্র নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। শামশাবাদের ডেপুটি পুলিশ কমিশনার পিভি পদ্মজা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সম্মান রক্ষাকারী কাজে অশ্রদ্ধা দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আটকের পর ওই তিন ছাত্রকে শনিবার সারা রাত পুলিশ স্টেশনেই রেখে দেওয়া হয়। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। চেভেলায় একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছেন ওই তিন ছাত্র।

সূত্র : এই সময়


মন্তব্য