kalerkantho


বাড়িতে টয়লেট নেই? তবে মিলবে না বিদ্যুৎ

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ০১:০৫



বাড়িতে টয়লেট নেই? তবে মিলবে না বিদ্যুৎ

বাড়িতে টয়লেট রয়েছে? উত্তর যদি না হয়, তাহলে মিলবে না বিদ্যুৎ। বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হলে বাড়িতে টয়লেট বানাতে হবে। শুনতে অবাক লাগলেও ভারতের রাজস্থানের ভীলওয়াড়া জেলার গাঙ্গিথালা গ্রামে জারি হয়েছে এমনই নির্দেশ। 

সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছেন, যারা যারা ১৫ দিনের মধ্যে বাড়িতে টয়লেট বানাবেন না, তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।

জানা গেছে, গত ১৮ আগস্ট কার্তার সিং এলাকায় খোলা জায়গায় শৌচকর্মের বিরুদ্ধে প্রচাক চালাচ্ছিলেন। তখনই পিপলুণ্ড গ্রামের কাছে কয়েকজন গ্রামবাসীকে খোলা স্থানেই শৌচকর্ম করতে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়েও গ্রামবাসীরা এই কাজ বন্ধের কথায় রাজি না হওয়ায়, ওই ছয় ব্যক্তিকে আটক করার নির্দেশ দেয় পুলিশ। শেষপর্যন্ত ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং ১৫ দিনের মধ্যে বাড়িতে টয়লেট তৈরির আশ্বাস দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

যদিও সিনিয়র অফিসারদের মধ্যস্থতায় পিছিয়ে এসেছেন ওই কর্মকর্তা। এই প্রসঙ্গে ভিলওয়াড়ার কালেক্টর জানান, সিদ্ধান্তটি খুবই কড়া নেওয়া হয়ে গিয়েছিল। আমার মনে হয় না বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার কোনও প্রয়োজন নেই। গ্রামবাসীদের বোঝালেই কাজ হাসিল হয়ে যাবে।


মন্তব্য