kalerkantho


শুকরের আক্রমণে প্রাণটাই গেছিল তার! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১৮:১৬শুকরের আক্রমণে প্রাণটাই গেছিল তার! (ভিডিও)

ভারতের অন্ধ্র প্রদেশের নালোর ডিস্ট্রিক্টের কাভালি অঞ্চলে শুকরের আক্রমণে রীতিমতো প্রাণ হারাতে বসেছিলেন এক বয়স্ক নারী। ঘটনাটি কেউ একজন ভিডিও করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। ওটা ভাইরাল হয়ে গেছে। বড় আর ছোট মিলিয়ে দুটো শুক তাকে আক্রমণ করে বসে। তিনি মাটিতে পড়েছিলেন। ছোটটি সরে গেলেও বড়টি ভয়ংকরভাবে আঘাত করতে থাকে তাকে। 

পরে আশপাশ থেকে অনেকে ছুটে আসেন। মহিলাটি বেঁচে গেছেন। পরে তাকে হেঁটে চলে যেতেই দেখা যায়। কিন্তু কেউ না আসলে হয়ো পৈতৃক প্রাণটা খোয়াতে হতো তাকে। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 


মন্তব্য