kalerkantho


পৃথিবীতে প্রথম প্রাণীটি কি করে এসেছিল জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ০৪:৩২পৃথিবীতে প্রথম প্রাণীটি কি করে এসেছিল জানেন?

কি করে পৃথিবীতে সবার প্রথমে আবির্ভাব ঘটেছিল প্রাণীর, এই রহস্যেরই উদ্ঘাটন করলেন বৈজ্ঞানিকেরা।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি-এর(এএনইউ) এক গবেষক জানান, মধ্য অস্ট্রেলিয়ার প্রাচীন সব প্রস্তরের পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় প্রাণীর আবির্ভাব প্রায় ৬৫কোটি বছর আগে শ্যাওলার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই হয়।

এএনইউ-এর অ্যাসোসিয়েট প্রফেসর জোশেন ব্রোক্স জানান, এই সব প্রস্তরকে চূর্ণ বিচূর্ণ করে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শ্যাওলার উৎপত্তির সঙ্গে সঙ্গেই পৃথিবীর পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করে। তারপর থেকই ধীরে ধীরে অন্যান্য প্রাণী, মানুষ পৃথিবীর বুকে আসতে শুরু করে।

তিনি আরও জানান, সবকিছু হওয়ার ৫০কোটি বছর আগে ‘স্নোবল আর্থ’ হয়। ৫০কোটি বছর পর্যন্ত পৃথিবী তুষারগোলক হিসেবে ছিল। বড় বড় হিমশৈলতে ভরে ছিল এই বিশ্ব। যখন বিশ্ব উষ্ণ হতে শুরু করল তখন ধীরে ধীরে বরফ গলে সমুদ্র সৃষ্টি হল। আর এই সামুদ্রিক পরিবেশই শ্যাওলার সৃষ্টিতে সাহায্য করে। গ্লোবাল ওয়ার্মিং-এর জন্যই এসব কিছু সম্ভব হয়।


মন্তব্য