kalerkantho


বন্যায় পুলিশের ডিউটি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৪:২৪বন্যায় পুলিশের ডিউটি

দেশের বড় একটা ভুখণ্ড এখন বন্যার কবলে। উত্তরাঞ্চলের বেশকিছু জেলা ডুবে গেছে বানের পানিতে। সেই পানির তোড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক পরিবার। এখন দশের মধ্যাঞ্চলে পানি বাড়ছে। বাড়ছে আশঙ্কা। পানির মাঝে জনজীবন থমকে গেলেও কিছু মানুষের কর্মব্যস্ততা বেড়ে গেছে। এই বানের জলেও তাদের কাজ যথারীতি চালিয়ে যেতে হচ্ছে। যেমন সেনাবাহিনীর সদস্য, সেচ্ছাসেবী, সিভিল ডিফেন্সের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্যার্তদের জন্য।

সোশ্যাল মিডিয়ায় এমনটি ছবি ঘুরে ভেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বন্যার পানিতেও ইউনিফর্ম পরে ডিউটি পালন করতে হচ্ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার তাতে নানা ইতিবাচক মন্তব্যও পাওয়া যাচ্ছে।  


মন্তব্য