kalerkantho


ব্রিজ ভেঙে ভেসে গেল পরিবার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৪:০৯ব্রিজ ভেঙে ভেসে গেল পরিবার

ধীরে ধীরে সরে যাচ্ছিল সেতুর নিচের মাটি। কোনওক্রমে সেখান দিয়ে পারাপার করছিল দু’পাশের মানুষ। যে কোনও অবস্থায় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে জেনেও পার হচ্ছিল সবাই। মনে ভয় নিয়ে বেশ কয়েকজন পার হতে পারলেও পারলেন না তিনজন। নিচে পড়ে ভেসে গেলেন জলের তোড়ে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের আরারিয়া জেলায়।

গত কয়েকদিনে বিহারের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে বাস করছে অনেকে। বহু এলাকা এখনও জলের তলায়। এরইমাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিহারের আরিয়া জেলায় পরমান নদীর ওপরে থাকা সেতুর নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এরইমধ্যে সেই সেতু দিয়ে দ্রুত পার হতে থাকেন এলাকার বাসিন্দারা।

একদিকে প্রাণ হাতে নিয়ে পারাপার, অন্যদিকে ক্রমশ সেতুর নিচের মাটি পানির তোড়ে ভেসে যেতে থাকে। এমন সময় একই পরিবারের তিনজন দৌড়ে পার হতে গেলে ভেঙে পড়ে সেতুটি। মুহূর্তের মধ্যে ভেসে যায় তারা।

পানির তীব্র স্রোতে তাদের বাঁচাতে কেউ সাহস দেখাতে পারেননি। সকলের সামনেই ভেসে চলে যায় এক শিশু সহ তিন জন। 


মন্তব্য