kalerkantho


প্লেন থেকে পড়ল মোবাইল, ক্যামেরায় রেকর্ড হলো সবকিছু (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৭ ১৭:৫৮প্লেন চালানোর সময় মোবাইল ফোনে ভিডিও ক্যামেরা অন করে রেখেছিলেন পাইলট। এ সময় হঠাৎ মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। আর পড়ার সময় এটি রেকর্ড করে রাখে সবকিছু।

পাইলট ছোট বিমানটি চালাচ্ছিলেন প্রায় এক হাজার ফুট উচ্চতায়। সে পাইলট বিমানসহ বাতাসের একটি ঘূর্ণিতে পড়েন। আর এতে তার হাত থেকে দুর্ঘটনাক্রমে ফোনটি পড়ে যায়।

স্যামসাং গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি ছিল তার হাতে। ছোট বিমানের জানালা খুলে বাইরে নিয়ে তিনি অন্য একটি বিমানের ভিডিও করছিলেন। এরপর তা সেখান থেকে মাটিতে পড়ে যায়। পড়তে প্রায় ১৭ সেকেন্ড সময় লাগে ফোনটির। তবে সে সময় ঘুরতে থাকায় খুব ভালো রেকর্ড হয়নি।

ফোনটি মাটিতে যেখানে পড়ে সেখান বেশ কিছু ঝোপঝাড় ছিল। আর নরম স্থানের ওপর পড়ায় ফোনটির তেমন কোনো ক্ষতি হয়নি।

মাটিতে পড়ার পর এক ব্যক্তি ফোনটি উদ্ধার করেন। এরপর এটি ফেরত দেওয়া হয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে। সেখান থেকে তা আবার এর মালিকের কাছে ফেরত আসে।

মোবাইলটি ফেরত পাওয়ার পর তাতে রেকর্ড হয়ে থাকা ভিডিওটি ইউটিউবে আপলোড করেন রবার্ট রায়ান নামে এক ব্যক্তি। তিনি জানান, তার আংকেল প্লেনটি চালাচ্ছিলেন এবং তার হাত থেকে দুর্ঘটনাক্রমে মোবাইলটি মাটিতে পড়ে যায়।

সূত্র : ফক্স নিউজমন্তব্য