kalerkantho


মানুষের ভিড়ে তিমির খেলা!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৭ ০৩:১৩মানুষের ভিড়ে তিমির খেলা!

ছবি : ইন্টারনেট থেকে

ফেসবুকে ভিডিওটা দেখে ফেলেছেন প্রায় সতেরো লক্ষ মানুষ। দেখেছেন আর শিউরে উঠছেন। প্রায় অবিশ্বাস্য এই ভিডিও সত্যি চমকে দেওয়ার মতো। হঠাৎ দেখলে কোনও হলিউডি ছবির দৃশ্য বলে মনে হবে। কিন্তু ঘটনা হল, এটা একেবারে সত্যি! 

ভিডিওটিতে লং শটে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা সমুদ্র সৈকতের দৃশ্য। সমুদ্রের একেবারে পাড়ে, যেখানে পানি অগভীর, সেখানে মানুষের ভিড়ে আচমকাই দেখা যায় একটা ধূসর তিমিকে! মানুষের গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে সে। 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা  গত মঙ্গলবার ডানা পয়েন্ট বন্দরে সাতসকালে এই ঘটনা ঘটে। রোদ ঝলমলে সমুদ্র সৈকতে মানুষের দলে নাম লেখায় তিমিটিও। স্বাভাবিক ভাবেই আমজনতা ব্যাপারটায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এর পর অনেক কসরত করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে সমুদ্রের গভীরে পাঠানো হয়। 

তিমিটি মোটেই প্রমাণ সাইজের নয়। বলা যেতে পারে শিশু। প্রায় বিশ-পঁচিশ ফুট লম্বা তিমিটি এর পর চলে যায় আলাস্কার দিকে। যেখানে তার দলের অন্যরা রয়েছে। তার নাম দেওয়া হয়েছে কার্লি। আপাতত ইন্টারনেটের দৌলতে সারা পৃথিবীর মানুষের ভালবাসা কুড়োচ্ছে সে।  দেখুন ভিডিও— 


মন্তব্য