kalerkantho


ট্রাম্পের হোটেলের বিপুল মুনাফা, দ্রুত মুছে ফেলা হলো তথ্য

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৯:০৫ট্রাম্পের হোটেলের বিপুল মুনাফা, দ্রুত মুছে ফেলা হলো তথ্য

ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল রয়েছে। ওয়াশিংটনের ট্রাম্প হোটেলটি এ বছরের প্রথম চার মাসে প্রায় দুই মিলিয়ন ডলার আয় করেছে, এমনটাই হঠাৎ করে প্রকাশিত হয়ে পড়ে অনলাইনে। এরপর অবশ্য দ্রুত সে তথ্য অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়।

হোটেলটির এ বিপুল আয়ের তথ্য অনলাইনে আসার জন্য হোটেল কর্তৃপক্ষের ভুলকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। হোটেল কর্তৃপক্ষ ভুলক্রমে সংবেদনশীল এ তথ্য অনলাইনে পোস্ট করে ফেলে।

মার্কিন প্রেসিডেন্টের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল’ নামে এ হোটেলটি হোয়াইট হাউজ থেকে দূরে নয়। তার পরেও এ হোটেলের বিপুল আর্থিক ক্ষতির পূর্বাভাষ দেওয়া হয়েছিল। তবে আর্থিক বিবরণীতে দেখা গেছে, হোটেলটি ক্ষতি তো নয়ই, বরং বিপুল মুনাফা করেছে।

মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রেসিডেন্টের প্রভাব খাটিয়ে নিজের ব্যবসায় বাড়তি সুবিধা নিচ্ছেন। এবার ট্রাম্পের হোটেলের সেই অপ্রত্যাশিত মুনাফা দেখে সমালোচকরা সে বিষয়টিকেই গুরুত্ব দিয়ে তুলে ধরছেন।

সূত্র : ইন্ডিপেনডেন্টমন্তব্য