kalerkantho


পায়ের নখের নিচে কীটের বাস!

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৭ ২১:৩৯পায়ের নখের নিচে কীটের বাস!

পায়ের নখে, বিশেষ করে বুড়ো আঙুলের নখে ছত্রাকের সংক্রমণ ঘটে। এ ছাড়াও আরো কত রোগই তো আছে। নখের নিচে মাংসপিণ্ড ফুলে উঠলে বা বাড়তি গজালে তা যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। কিন্তু এই ব্যক্তির কী হয়েছে তা নিজে বুঝতে পারলেন। কেবল পায়ের বুড়ো আঙুলে নখের ভেতরে তীব্র ব্যথা তার। চিকিৎসকের কাছে ছুটে গেলেন। আর সেখানেই অদ্ভুত ও বিদঘুটে কিছু বেরিয়ে এলো নখের ভেতর থেকে।

চিকিৎসক ওই ব্যক্তির সংক্রমিত নখের ভেতরে কিছু একটা আছে ভেবেই কিছু অংশ কাটলেন। আর সেখানে জীবন্ত কীটের দেখা মিলল! নখের নিচে বাসা বেঁধেছে এগুলো। একেবারে নোংরা এই কীটগুলোই তার নখের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

পরে চিকিৎসক জানান, কীট সাধারণত ক্ষত স্থানে ডিম পাড়তেই পছন্দ করে। যেমন নখের নিচের ক্ষত তাদের ডিম পাড়ার আদর্শ স্থান। ওই ব্যক্তির নখের নিচের ডিম পেড়েছে মাছি। 


মন্তব্য