kalerkantho


ছেলেদের ফুর্তি মদ আর ফুটবলে, মেয়েদের গল্পে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১৭:০৫ছেলেদের ফুর্তি মদ আর ফুটবলে, মেয়েদের গল্পে

বন্ধুরা একত্রিত হচ্ছেন। ছবিটা ভাবলেই পুরুষদের মনে যে চিন্তা ভেসে ওঠে, সেটা হল কতটা মদ্যপান করবেন। আর মহিলারা ভাবেন কী কী গল্প করবেন বন্ধুদের সঙ্গে। এমনই দাবি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। বন্ধুদের সঙ্গে দেখা হলে কী নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত থাকেন পুরুষ ও মহিলারা, সেটা নিয়ে বিশ্ব জুড়ে একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। তাতেই উঠে এসেছে সেই তথ্য। গবেষকদের দাবি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মদ্যপানের চিন্তা এবং পরিকল্পনাই ঘোরে পুরুষদের মাথায়। এরপরেই যে জিনিসটা নিয়ে তাঁরা সবচেয়ে বেশি আলোচনা করতে ভালবাসেন, সেটা হল ফুটবল!‌ শুধু তাই নয়, সমীক্ষায় এ–ও দেখা গেছে মদ্যপানের সময় পুরুষরা কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেও পছন্দ করেন না। এবং এই সময় পুরুষরা হাসেনও বেশি। মহিলারা মদ্যপান নিয়ে অতটা উৎসাহিত নন। তাঁরা পছন্দ করেন বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে। তার মধ্যে সবচেয়ে বেশি থাকে ফিল্ম বা সঙ্গীত জগতের তারকাদের নিয়ে আলোচনা। ‘‌জার্নাল বিহেভিয়ার রিসার্চ অ্যান্ড থেরাপি’‌ পত্রিকায় ছাপা হয়েছে এই তথ্য। গবেষক দলের প্রধান ড.‌ মাইকেল সায়েট বলেছেন, ‘‌অনেকেই মনে করেন, পুরুষেরা আড্ডায় সুন্দরী মহিলাদের নিয়ে প্রচুর আলোচনা করেন। এই ধারণা ঠিক নয়। আলোচনা হয় ঠিকই। তবে যতটা ভাবা হয় অতটাও নয়।’‌ এই প্রসঙ্গে ইলিওনোস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মন্তব্য, ‘‌মহিলাদের নিয়ে পুরুষরা চিন্তা করেন ঠিকই। তবে সেই চিন্তা একা থাকলেই বাড়ে। দলবদ্ধ ভাবে থাকার সময় সাধারণত এ সব চিন্তা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামান না।’‌

- ইন্টারনেটমন্তব্য