kalerkantho


হেলিকপ্টার নিয়ে অসম্ভব সব স্টান্ট (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৭ ১২:১০হেলিকপ্টার নিয়ে অসম্ভব সব স্টান্ট (ভিডিওসহ)

সামরিক কিংবা বেসামরিক নানা হেলিকপ্টার নিয়ে দারুণ স্টান্ট করতে দেখা যায় পাইলটদের। নানা দেশের পাইলটদের এ কাজে দক্ষতা দেখতে বিভিন্ন এয়ার শোতে বহু মানুষ গিয়ে হাজির হয়।

বাইকে স্টান্ট দেখতে অনেকেই আগ্রহী। কিন্তু হেলিকপ্টারের কাছে তা এমন কিছুই মনে হয় না! কারণ আস্ত একটা হেলিকপ্টার উড়িয়ে স্টান্ট করা যেমন ঝুঁকিপূর্ণ তেমন মিলিয়ন ডলারের সম্পদহানির আশঙ্কাও থাকে।

অনলাইনে এ কারণে হেলিকপ্টার স্টান্টের নানা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় আস্ত একটা হেলিকপ্টারকে কখনও পেছনে নিয়ে যাচ্ছেন, কখনও সামনে নিয়ে যাচ্ছেন। আবার কখনও গোল গোল করে হেলিকপ্টারের সামনের দিকটা ঝুঁকিয়ে চক্কর কাটাচ্ছেন পাইলট।

কীভাবে এগুলো সম্ভব হচ্ছে? এ প্রশ্নে পাইলটরা জানান, সবটাই দক্ষতা। দীর্ঘদিন ধরে অনুশীলনের ফলে বিষয়গুলো খুব সহজ হয়ে ওঠে।

ভিডিওতে দেখুন তেমন কিছু স্টান্ট :মন্তব্য