kalerkantho


১৬০ কোটি বছর আগে জন্মাত এ গাছ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১২:২৯১৬০ কোটি বছর আগে জন্মাত এ গাছ

বিশ্বের সবচেয়ে পুরনো গাছের কথা বললে এখন যে গাছটির কথা বলতে হবে তা মূলত এক ধরনের সামুদ্রিক শৈবাল। এটি মূলত অগভীর সমুদ্রে বাস করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

অতীতে পৃথিবীতে গাছপালা আবির্ভাবের সময়টি এর অনেক পরে বলে ধারণা করা হত। কিন্তু এবার ফসিলের মাঝে এ উদ্ভিদ পাওয়া যায় সে ধারণা ভুল প্রমাণিত হলো।
ফসিলের মাঝে সবচেয়ে প্রাচীন এ উদ্ভিদের প্রমাণ পাওয়া গেছে ভারতে। সুইডেনের গবেষকরা প্রাচীন সে পাথরে অনুসন্ধান করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, তারা সেই জীবাশ্মতে ক্লোরোপ্লাস্টসের সন্ধান পেয়েছেন। এটি সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। তবে এর চেয়েও বহু আগেই পৃথিবীতে এককোষী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। সাড়ে তিন বিলিয়ন বছর আগের একটি জীবাশ্ম সেই প্রমাণ দিয়েছে।

সুইডিস মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির গবেষক থেরেসে স্যালস্টেডট এ বিষয়ে বলেন, 'আমরা এটিকে বিশ্বের সবচেয়ে পুরনো গাছ হিসেবে মনে করছি। এটি ১৬০ কোটি বা ১.৬ বিলিয়ন বছর আগের একটি লাল অ্যালগি বা সামুদ্রিক শৈবাল।'

এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে প্লস ওয়ান জার্নালে।মন্তব্য