kalerkantho


তা সে যতই কালো হোক

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ২২:০০তা সে যতই কালো হোক

সেনেগাল, পশ্চিম আফ্রিকার একটি দেশ। যেখানের বেশির ভাগ মানুষের গায়ের রঙই কালো। মূলত, আবহাওয়ার কারণেই সেখানকার বাসিন্দারা কালো বর্ণের। এমনই এক কালো মেয়ে, খোদিয়া দিওপ। বয়স ২০ বছর। 

গায়ের রঙের জন্য ছোটবেলা থেকেই বড্ড হেনস্থা হতে হয়েছে সমবয়সিদের কাছে, আন্তর্জাতিক স্তরের এক ইংরেজি দৈনিককে জানিয়েছে খোদিয়া। তিনি আরও বলেন, সেনেগালের প্রায় ৬৫ শতাংশ মহিলাই তাঁদের গাত্রবর্ণ নিয়ে বেশ দ্বিধায় থাকেন। এবং প্রচুর পরিমাণে প্রসাধনী ব্যবহার করেন ত্বকের জন্য। 

ছোটবেলার সেই দিন কাটিয়ে খোদিয়া দিওপ এখন একজন অ্যাসপায়ারিং মডেল। ‘দ্য কালারড গার্ল’ সংস্থার মাধ্যমে তিনি এই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন খোদিয়া। তাঁর এই পেশার মাধ্যমে তিনি ফিরে পেয়েছেন আত্মবিশ্বাসও। 

বর্তমানে, ২ লক্ষেরও বেশি ফ্যান রয়েছে খোদিয়ার ইনস্টাগ্রাম-এ। তাঁর মতো ‘কালার্ড সিস্টার’-দের উদ্দেশ্যে সেখানে তাঁর বক্তব্য অনুপ্রেরণা দেয় সকলকেই।মন্তব্য