kalerkantho


সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০১:০১সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, লঘুচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা ও সুন্দরবনসংলগ্ন আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে মুষলধারায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত না হলেও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। 

এর আগে মোংলা বন্দর এলাকায় দুপুরে কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। 

এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝি-মাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। 

দুদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ ও দুবলা ফিশারম্যান গ্রুপ। মন্তব্য