kalerkantho


হঠাৎ আকাশে অদ্ভুত দেহাবয়ব, আতঙ্কিত এলাকাবাসী

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১৪:১২হঠাৎ আকাশে অদ্ভুত দেহাবয়ব, আতঙ্কিত এলাকাবাসী

জাম্বিয়ায় সম্প্রতি আকাশে বিশাল আকারের মানবসদৃশ্য দেহাবয়ব দেখা যায়। আর এ রহস্যময় বস্তু দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মেইল অনলাইন।
একটি শপিং সেন্টারের ওপরে এ অদ্ভুত দেহাবয়ব দেখা যায়। আকারে এ দেহাবয়বটি ১০০ মিটারেরও বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
হ্যারি পটার সিনেমার অপচ্ছায়ার মতো দেখতে এ অদ্ভুত বস্তু দেখে জাম্বিয়ার মুকুবা মলের বাইরে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
অবয়বটিকে অশুভ কোনো বস্তু বলে মনে করে স্থানীয়রা। আর এটি সেখানে দেখা গেছে প্রায় আধ ঘণ্টা। এরপর জিনিসটি হারিয়ে যায়।
তবে কিছুক্ষণের মধ্যেই এটি আবার আকাশে মিলিয়ে যায়। কয়েকজন বিভিন্ন স্থান থেকে এর ছবি তুলেছিল। ফলে এর প্রমাণ রয়ে যায়। অবশ্য বস্তুটি বাস্তবে ঠিক কী ছিল তা আর জানা যায়নি।মন্তব্য