kalerkantho


বাহাত্তরেও 'ফিটনেস গুরু'! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৭ ১২:৪২বাহাত্তরেও 'ফিটনেস গুরু'! (ভিডিও)

বয়স যথেষ্ট হয়েছে তার। এখন ৭২ চলছে। তরুণদের যে অংশ ফিটনেস বিষয়ে দারুণ সচেতন, এ বয়সেও তাদের কাছে অনুপ্রেরণার উৎস তিনি। সংযুক্ত আরব আমিরাতের এই মানুষটির নাম ইউনিস নূর। দেশটির মিনিস্ট্রি অব ফিনান্সের সাবেক কর্মী তিনি। অবসর গ্রহণের পর গোল্ড জিমে নিয়মিত দেখা যায় তাকে। ব্যায়ামের বিকল্প নেই এবং এটাকে বাদ দিতে কোনো অজুহাতই চলে না বলেই মনে করেন তিনি। কাজেই যারা ফিটনেস ধরে রাখতে চান, কিন্তু উৎসাহ-উদ্দীপনা মেলে না, তারা দেখে নিতে পারেন ৭২ বছর বয়সী এই মানুষটির ভিডিও।


সূত্র: খালিজ টাইমস

 মন্তব্য