kalerkantho


মহিষের দাম যখন ১১ কোটি টাকা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৩৪মহিষের দাম যখন ১১ কোটি টাকা

হরিয়ানার এই মহিষটির নাম যুবরাজ। তবে নামের কারণে নয়, এটি গণমাধ্যমের খবর হয়েছে তার দামের কারণে। অবিশ্বাস্য হলেও সত্যি, মহিষটির দাম উঠেছে সোয়া নয় কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি)। তারপরেও এটি বিক্রি করতে রাজি হননি মহিষের মালিক। কারণ প্রজননে সহায়ক উন্নত জাতের এই মহিষটি থেকে তিনি বছরে আয় করেন ৫০ লাখ রুপির বেশি।
 

এই বিশ্ববিখ্যাত মহিষের পিছনে প্রতিদিন তিন থেকে চার হাজার রুপি খরচ হয় তার মালিকের। তাকে প্রতিদিন ২০ লিটার দুধ, ১০ কেজি ফল খাওয়ানো হয়। ফলের মধ্যে তাজা আপেল ও শালগম থাকে। এছাড়া পাঁচ কেজি খৈল এবং পাঁচ কেজি খড় তাকে প্রতিদিন ভক্ষণ করতে দিতে হয়। এর বাইরে তাকে রোজ পাঁচ কিলোমিটার করে পথও হাঁটাতে হয় ফিটনেস ঠিক রাখার জন্য।

 
মহিষের মালিক করমবীর সিংহ জানিয়েছেন, গত নয় বছর ধরে অতি যত্নের সঙ্গে তাকে লালন পালন করেছেন তিনি। মহিষটির ওজন ১৫ কুইন্টাল, দৈর্ঘ্য  সাড়ে ১১ ফুট, উচ্চতা প্রায় ৬ ফুট। তিনি জানিয়েছেন এই মহিষই তার পরিবারে স্বচ্ছলতা দিয়েছে। 

সূত্র: ইন্ডিয়াটাইমসমন্তব্য