kalerkantho


কুকুর শিখছে আইরিশ নাচ! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৭কুকুর শিখছে আইরিশ নাচ! (ভিডিও)

কুকুর শিখছে আইরিশ নাচ! (ভিডিও)

নৃত্যকলা কঠিন বিষয়। নতুন করে নাচ শেখা সহজ কাজ নয়। বিশেষ করে কোনো কুকুর যদি নাচ শেখে, তবে বিষয়টি অসম্ভব বলেই তো মনে হয়। কিন্তু এ কাজটি করছে ২ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান শেফার্ড। নাম তার সিক্রেট। তাকে নাচ শেখাচ্ছেন তারই মনিব মেরি। এদের সেরা নৃত্যশিল্পী যুগল বলেই মনে করছেন সবাই।

অস্ট্রেলিয়ান শেফার্ডরা এমনিতেই তাদের মেধাবী কাজের জন্য বিখ্যাত। যেকোনো কাজ শিখতে তারা ওস্তাদ। মালিকের যেকোনো প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা। নানা গুণের কারণে তারা অসিদের মধ্যে ব্যাপ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। যারা এ কুকুর পালেন, তাদের সময় যে দারুণ আনন্দে কাটে তার প্রমাণ এই ভিডিও। এখানে দেখতে পাবেন সিক্রেট শিখচে আইরিশ নাচ।

সূত্র: ইন্টারনেট

 মন্তব্য