kalerkantho


ট্রাম্প: প্রেসিডেন্ট অব দ্য ডিভাইডেড স্টেট্স অব আমেরিকা!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:২৫ট্রাম্প: প্রেসিডেন্ট অব দ্য ডিভাইডেড স্টেট্স অব আমেরিকা!

ওবামার তুলনায় ব্যক্তি হিসেবে ‘ট্রাম্প কতো ছোট’ তাই বোঝাতে চাওয়া হয়েছে এখানে

তার ব্যঙ্গাত্মক কার্টুন বানানো, পতুল বানানো অনেক হয়েছে। এবার সবাই মেতেছে ফটোশপ কারিগরিতে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে রেডিট ব্যবহারকারীরা ফটোশপে তাকে নানাভাবে চিত্রায়নে ব্যস্ত রয়েছে।

বেখাপ্পা কথা আর আক্রমণাত্মক আচরণে ‘গুণধর’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে কতোটা ক্ষেপিয়ে তুলেছেন এসব যেন তারই প্রমাণ। 

#Tiny Trump নামে ওই ফটোশপ জোয়ারে প্রেসিডেন্ট ট্রাম্পের অফিশিয়াল সব ছবিতে তাকে ছোট করে দেখিয়ে রঙ্গ-তামাশা খুব চলছে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট ৪ বা ৮ বছর ক্ষমতায় থেকেও এতটা হাসি-মজাকের শিকার হননি।

এসব ছবিতে ট্রাম্পকে উচ্চতায় তারচেয়ে ছোট সাবেক প্রেসিডেন্ট ওবামার তুলনায় বালক হিসেবে দেখানো হয়েছে।

এই ছবিটি টাইম সাময়িকীর কাভার নিয়ে করা হয়েছে যেখানে বছরের আলোচিত ব্যক্তির ছবি থাকে। কিন্তু ফটোশপে ট্রাম্পের ছবির সঙ্গে লেখা হয়েছে- ডোনাল্ড ট্রাম্প: প্রেসিডেন্ট অব দ্য ডিভাইডেড স্টেটস অব আমেরিকা! মানে আমেরিকার বিভক্ত রাজ্যসমূহের প্রেসিডেন্ট! 

ফটোশপ করা এসব ছবি নিয়ে ব্যাপক টুইটবাজীও হচ্ছে। ‘টিনি ট্রাম্প’ নামক ফটোশপের জোয়ারে দেশ-বিদেশের নেট ব্যবহারকারীরা ডেনাল্ড ট্রাম্পকে পারিপার্শ্বিক ব্যক্তি ও বস্তুর তুলনায় ছোট দেখাতে থাকে। 

তাই বলে ট্রাম্প এত ছোট! কিন্তু ফটোশপবাজরা সেরকমই দেখিয়েছে।

এই ছবিতে দেখানো হয়েছে দুগ্ধপোষ্য শিশুর ন্যায় হিলারির কোলে ট্রাম্প

 

এখানেও কত্তো ছোট ট্রাম্প!

দুই তরুণীর মাঝেও অনেক ছোট ডোনাল্ড ট্রাম্প

তবে এতসব ব্যঙ্গ-বিদ্রুপ তামাশা সত্ত্বেও এ নিয়ে এখনও ট্রাম্পের কোনো পাল্টা আক্রমণের কথা জানা যায়নি। তার বিষয়টি কট্টর ট্রাম্প বিরোধীদেরও প্রশংসা পেতে পারে, সন্দেহ নেই। মন্তব্য