kalerkantho


শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪০শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও

যারা সুখের লাগি প্রেম চান৷ প্রেম কি সত্যিই পান? প্রেম পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার৷ কিন্তু সুখের তরে হামেশা প্রেমের প্রয়োজন নেই৷ শরীরে সামান্য ছোঁয়াও মনকে চরম সুখ দিতে পারে৷ আর এই ছোঁয়া যে হামেশা যৌনতারই হতে হবে তা কিন্তু নয়৷ ছোট ছোট কিছু পরশও অনাবিল আনন্দ দিয়ে যেতে পারে৷ যেমন –


কর্ণ গহ্বরে যখন এই ভাবে আঙুলের প্রবেশ ঘটে। তখন পা থেকে মাথা পর্যন্ত এক অদ্ভূত সুখের অনুভূতি হয়।


বাড়িতে নতুন কোনও জিনিস কেনা হলে তাতে এই বাবল ব়্যাপ দেখেছেন নিশ্চয়ই। একবার না একবার এই বাবলগুলি ফাটিয়ে দেখেছেন।  দারুণ লাগে তাই না!


ভাবুন তো, প্রচণ্ড ঠাণ্ডা পড়েএ। আর আপনি এমন ধোঁয়া ওঠা গরম শাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছেন।


এই সুখ অবশ্য মহিলাদের ক্ষেত্রে একটু বেশিই প্রযোজ্য। সারা দিনের কাজকর্ম করে রাতে বাড়ি ফিরে যখন অন্তর্বাস থেকে দেহ মুক্ত হয়।

সারা দিন কাজের শেষে মনের সুখে একটু স্বস্তির আড়মোড়া ভাঙতে পারা।মন্তব্য