kalerkantho


পরিচিত পরিবেশেই শিশুদের যৌন হয়রানি বেশি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:১৯পরিচিত পরিবেশেই শিশুদের যৌন হয়রানি বেশি

বাংলাদেশে কিশোরীদের এক তৃতীয়াংশ কোনো-না-কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ এই তথ্য সংসদকে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷
তবে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী ডয়চে ভলেকে বলেছেন, বাংলাদেশে প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাত জনই যৌন হয়ারানির শিকার৷ আর তারা প্রধানত পরিচিত পরিবেশেই এর শিকার হয়৷
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর তথ্য অনুযায়ী, দেশের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের মধ্যে ৩৪.২ শতাংশ যৌন নির্যাতনের শিকার৷ আর ৩০.৯ শতাংশ কিশোরী জীবনে কোনো-না-কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে৷''
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ সংসদকে জানান, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার স্থাপন করা হয়েছে৷ টোল-ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারছে৷ চলতি বছর থেকে হেল্প লাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে৷''
তবে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী ডয়চে ভলেকে বলেছেন, বাংলাদেশে প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাত জনই যৌন হয়ারানির শিকার৷ আর তারা প্রধানত পরিচিত পরিবেশেই এর শিকার হয়৷
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর তথ্য অনুযায়ী, দেশের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের মধ্যে ৩৪.২ শতাংশ যৌন নির্যাতনের শিকার৷ আর ৩০.৯ শতাংশ কিশোরী জীবনে কোনো-না-কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে৷''
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ সংসদকে জানান, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার স্থাপন করা হয়েছে৷ টোল-ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারছে৷ চলতি বছর থেকে হেল্প লাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে৷''

- ডিডাব্লিউমন্তব্য