kalerkantho


আজও মানা হয় জাত-পাত! ভালোবাসার দিনেই খুন বোন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৪৬আজও মানা হয় জাত-পাত! ভালোবাসার দিনেই খুন বোন

ভালোবাসার দিনেই ভাইয়ের হাতে খুন হলো দিদি। ভিন্নজাতের ছেলের সঙ্গে দিদির সম্পর্ক মানতে পারেনি ভাই। অভিযোগ, গভীর রাতে গুলি করে দিদিকে খুন করে উধাও হয়ে যায় ভাই। তবে এ বিষয়ে চুপ পরিবারের অন্য সদস্যরা। দিদি নীতু সিংয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবকের। নীতুর পরিবার রাজপুত। আর্থিক দিক থেকেও স্বচ্ছল। ছেলেটি এই পরিবারের সমগোত্রীয় নয়। এই বিষয় নিয়ে ভাই অমিতের সঙ্গে ঝগড়া লেগেই ছিল নীতুর। সোমবার গভীর রাতে গুলি করে সেই খুন করে দিদি নীতুকে। যদিও এবিষয়ে মুখে কুলুপ পরিবারের অন্য সদস্যদের।

ঘটনার পর থেকেই উধাও অমিত সিং। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। অমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করে জানা গেছে, সম্ভবত ট্রেনে কোথাও যাচ্ছে সে। পরিবারের সম্ভ্রমরক্ষায় খুন, উঠে আসছে এমন তথ্যই। তবে কি হিন্দি বলয়ের সামাজিক ব্যাধি অনার কিলিং ফিরে এল বাংলাতেও?

 মন্তব্য