kalerkantho


সারা রাত গান গায় মাছ, শোনা যায় ডাঙা থেকে

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৫৮সারা রাত গান গায় মাছ, শোনা যায় ডাঙা থেকে

মাছও গান করে, এটা কি আপনাদের জানা ছিল। ক্যালিফোর্নিয়ায় কিছু হাউসবোট- গভীর রাতে বাসিন্দারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। জলের গভীর থেকে আসা আওয়াজটা এতটাই গোলমেলে ছিল অনেকে এটাকে ভিনগ্রহের প্রাণীদের বচসা ভেবেছিলেন।
পরে জানা যায় জলের তলা থেকে যে আওয়াজটা আসছিল সেই আওয়াজটা হলো ‘মিডশিপম্যান’ নামের একটি মাছের। সারা রাত ধরে যে আওয়াজটা শোনা যায় সেটা আসলে মাছের সংগীত বলে চিহ্নিত করা হয়েছে।
জীববিজ্ঞানীদের মতে এই গানটা আসলে মিলনের আহ্বান। এই আওয়াজ বেশি করে শোনা যায় প্রজনন ঋতুতেই। বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে এই গবেষণা করছেন। ‘জার্নাল অফ কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত একটি রিপোর্টে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সংগীতের পেছনে যে হরমোন কাজ করে তা দুষ্প্রাপ্য নয়। এই গানটা গায় পুরুষ মাছ।
বিজ্ঞানী অ্যান্ড্রু বাসের মতে, গান গাইতে সক্ষম স্ত্রী মাছও। শরীরের ভেতরে থাকা বায়োলজিক্যাল ঘড়ি গানের সুর তাল নির্ণয় করে।মন্তব্য