kalerkantho


এটা মানুষ না ভূত : কী অদ্ভুত কাণ্ডরে বাবা! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৩৬এটা মানুষ না ভূত : কী অদ্ভুত কাণ্ডরে বাবা! (ভিডিওসহ)

বামের ছবিতে স্বাভাবিক অবস্থায় আহমেদ খান, ডানেরটায় কোটর চোখ বের করা অবস্থায়

আহমেদ খান নামের এই পাকিস্তানি বালকের অদ্ভুত কসরতে তাক লেগে গেছে দুনিয়া। ১৪ বছর বয়সী এই কিশোর তার অক্ষিকোটর থেকে চক্ষুগোলক বের করে রাখতে পারে টানা ১০ মিনিট পর্যন্ত। এ সময় সে চোখ ঘুরিয়ে এদিক-ওদিক দেখতেও পারে।

লাহোরের এক স্কুলে অধ্যয়নরত আহমেদ চায় তার এই অস্বাভাবিক চমৎকারিত্ব দিয়ে গিনেস বুকে নাম লেখাতে। এরই মধ্যে চোখ নিয়ে তার এমন অদ্ভুত কীর্তিকলাপে খ্যাতি ছড়িয়েছে স্কুলের গণ্ডি পেরিয়ে শহরময়।

চোখ নিয়ে তার এই চমৎকারিত্বের ঘটনা ইউটিউবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে দুনিয়াজুড়ে।

এখানে দেখুন ভিডিওটিমন্তব্য