kalerkantho


'এরা কী সুইট! কিন্তু গালি দিতে এদের সৌন্দর্যকেই ভুলে যাই'

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৩০'এরা কী সুইট! কিন্তু গালি দিতে এদের সৌন্দর্যকেই ভুলে যাই'

মা কুকুর বাচ্চা দিয়েছেন। ফুটফুটে বাচ্চাগুলো কখনো একসাথে কখনো হেলেদুলে চলছে। কখনো-বা নিজেদের মধ্যে খুঁনসুটিতে মেতে উঠছে। পথচারীরা যাচ্ছে আর দেখছেন। মাঝে মাঝে মাঝে দু-একজন বাহ! কী সুন্দর বাচ্চাগুলো। তুলতুলে কুকুর ছানাগুলো আসলেই দেখতে বেশ সুন্দর।  

ছবিগুলো যশোরের কোনো এক জায়গা থেকে তুলেছেন স্থানীয় সাংবাদিক তৌহিদ জামান। ছবি তুলে তিনি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ছবির সঙ্গে সুন্দর একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন 'এরা কী সুইট! কিন্তু গালি দিতে এদের সৌন্দর্যকেই ভুলে যাই।' হয়ত তাই গালি দেওয়ার জন্য এদের নাম উচ্চারণ করাটাই যখন জরুরি হয়ে যায় তখন আর এই সৌন্দর্যর কীইবা মূল্য থাকে।

তবে সাংংবাদিক তৌহিদ জামানের ফেসবুক পোস্টের কমেন্টে এক নারী কুকুরছানাগুলো নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।মন্তব্য