kalerkantho


নাকের ভেতর থেকে বের করা হলো জ্যান্ত তেলাপোকা!

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:০২নাকের ভেতর থেকে বের করা হলো জ্যান্ত তেলাপোকা!

নাকের ভেতর জ্যান্ত তেলাপোকা? ভাবছেন অবিশ্বাস্য? অবাস্তব মনে হলেও আসলে এমনটিই ঘটেছে ভারতে। 
দেশটির ৪২ বছরের এক নারী সকালে ঘুম থেকে উঠার পর চোখের পেছনের দিকে যন্ত্রণাকর অনুভূতি টের পাচ্ছিলেন, অনেক অস্বস্তি অনুভব করছিলেন তিনি। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ছুটে গিয়ে নাক পরিষ্কার করান। বাসায় ফিরে আসার পরও যন্ত্রণাকর অনুভূতিটা টের পাচ্ছিলেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পর বেরিয়ে এলো অবাস্তব এ ঘটনা।
গভীর ঘুমে থাকার সময়ে নাক দিয়ে তেলাপোকাটি ঢুকে গিয়েছিল। 
চেন্নাইয়ের স্টানলি মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ এম এন শঙ্কর বলেন, ‘প্রথমে ভেতরের দিকে ক্ষুদ্র পায়ের নড়াচড়া দেখলাম। আরও ভেতরে অস্বাভাবিক কিছু একটা দেখা গেল। একপর্যায়ে বুঝলাম, এটা তেলাপোকা।’
চিকিৎসক জানান, নাকের গর্ত দিয়ে বেশ ভেতরের দিকে ঢুকে গিয়েছিল তেলাপোকাটি। সেটির অবস্থান ছিল খুলির কাছে। তেলাপোকাটি ১২ ঘন্টা ধরে একোবারে জীবিতই ছিল। 
চিকিৎসক শংকর একধরনের যন্ত্র ব্যবহার করে তেলাপোকাটিকে জীবিত খুলির ভেতর থেকে টেনে বাইরে আনেন। এতে সময় লাগে ৪৫ মিনিট। বাইরে আনার পরও তেলাপোকাটি পা ছুঁড়ছিল।
প্রায় তিন দশক ধরে চিকিৎসা পেশায় আছেন শংকর। তিনি জানান, পেশাজীবনে এমন ঘটনা এই প্রথম তার নজরে এলো।
চিকিৎসক জানান, ওই নারী ভালো আছেন, সুস্থ আছেন। তবে নাকের ভেতরে তেলাপোকা ঢুকে যাওয়া নিয়ে তিনি বেশ বিব্রত।মন্তব্য