kalerkantho


৫ বছরে ৩০ জনকে হত্যা করেছে এই ‘বালক’!

কালের কণ্ঠ অনলাইন   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:১৫৫ বছরে ৩০ জনকে হত্যা করেছে এই ‘বালক’!

বয়স ১৭ বছর মাত্র। কিন্তু এই বয়সেই অন্তত ৩০ জন মানুষকে হত্যা করেছে সে। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে এই ধারাবাহিক নরহন্তারক।

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কৈলি এলাকার বাসিন্দা ফ্রিজোলিতো (ছদ্মানাম) নামের এই ভয়াবহ টিনএজ  সিরিয়াল কিলারকে টানা চারমাসের বিশেষ অভিযানের পর পাকড়াও করা সম্ভব হয়।

শুক্রবার কলম্বিয়া পুলিশ জানায়, ১২ বছর বয়সেই খুনোখুনিতে হাত পাকায় ফ্রিজোলিতো। অতি সম্প্রতি কৈলি এলাকার এক শপিং সেন্টারে জোড়া খুন করেছে সে। পুলিশের দৃষ্টিতে ভয়াবহ রকমের বিপজ্জনক এই ‘বালক’ অল্প বয়সেই তার দলের ‘বস’ হয়ে যায় যেখানকার সদস্যরা বয়সে তার চেয়ে বড় ছিল। ফ্রিজোলিতোর দলটি মাদক পাচার, হত্যা ও নানা ধরনের সন্ত্রাসী কাজ করতো।

বর্তমানে পিলে চমকানো এই অপরাধীকে অপ্রাপ্ত বয়স্কদের হেফাজতখানায় রাখা হয়েছে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলেই কারাগারে পাঠানো হবে। এমিরেটস২৪৭মন্তব্য