kalerkantho


পর্নোগ্রাফিতে আগ্রহ মেয়েদের!

কালের কণ্ঠ অনলাইন   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:২০পর্নোগ্রাফিতে আগ্রহ মেয়েদের!

ছেলেরাই শুধু পর্নোগ্রাফি দেখে? নাকি মেয়েরাও? গবেষকরা বলছেন, যৌনতা নিয়ে আলোচনায় এখন অবাধ প্রবেশ মেয়েদের। অনেক স্বচ্ছন্দ্য তারা। কী চান, বা চান না স্পষ্ট করে বলতে পারেন। শুধু যৌনজীবন নিয়েই খোলামেলা নয়, অনেকের মোবাইল ফোনের ভিডিও গ্যালারি সার্চ করলে খুঁজে পাবেন নানান পর্নোগ্রাফি। 
গবেষকরা বলছেন, পর্নোগ্রাফি দেখার আগ্রহ মেয়েদের ক্রমেই বেড়ে চলেছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, রোজ অনলাইন পর্ন সাইটগুলিতে যারা উকিঝুঁকি মারেন, তাদের একটা বড় অংশ দখল করেছেন ভারতীয় মহিলারা। গত কয়েকবছরে বছরে মেয়েদের পর্নোগ্রাফি দেখার আগ্রহ বেশ দ্রুত হারেই বেড়েছে।
একটি হেলথ ম্যাগাজিন সূত্রে খবর, নয়া দিল্লির এক নাম করা সাইকিয়াট্রিস্ট মণীশ জৈন জানিয়েছেন, তাদের কাছে এমন অনেক মহিলাই আসেন যাদের কাছে পর্নোগ্রাফি দেখা নেশার মতো। আধুনিক বহু সমীক্ষাই বলছে, অনেক সময় দেখা যায়, পর্নোগ্রাফি টিউটোরিয়ালের কাজ করে। পুরুষ শরীর সম্পর্কে মেয়েদের একটা স্বচ্ছ ধারণাও তৈরি হয়। যদিও সবসময় এ যুক্তি খাটে না।
২০০৩ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, প্রতি ৬ জন মহিলার মধ্যে একজন মহিলা পর্নোগ্রাফির প্রতি আসক্ত। ২০০৬ সালে এক সমীক্ষায় দেখা যায়, ১৭ শতাংশ মহিলা বলছেন, তাদের পর্নোগ্রাফির প্রতি আসক্তি রয়েছে। বর্তমানে তা খাতায় কলমে ৩০ শতাংশ হলেও, স্মার্টফোন, ইন্টারনেটের যুগে তা যে ৩০-এর গণ্ডি ছাড়াতেই পারে তা নিয়ে খুব একটা দ্বিমত হওয়ার কথা নয়।
এক সংবাদসংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে পর্নওয়েবসাইটগুলোয় ৩০ শতাংশই মহিলা ভিজিটর। নিয়মিত পর্নোগ্রাফি দেখেন এমন মহিলার সংখ্যাও নেহাত মন্দ নয়।মন্তব্য