kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


এইডস ভাইরাসের বয়স ৫০ কোটি বছর, দাবি বিজ্ঞানীদের!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৭ ১৫:৫০এইডস ভাইরাসের বয়স ৫০ কোটি বছর, দাবি বিজ্ঞানীদের!

রেট্রোভাইরাস পরিবারের (এইচআইভিও এই পরিবারের সদস্য) বয়স অন্তত ৫০ কোটি বছর। আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে আরো বেশ কয়েক মিলিয়ন বছর বেশি। নতুন এক গবেষণার পর এমনটাই দাবি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
নতুন এই গবেষণায় দেখা গেছে, এই ভাইরাসের জন্ম হয় মূলত সামুদ্রিক প্রাণদের দেহে। এরপর বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সামুদ্রিক প্রাণিদের দেহে থেকে তা স্থলভাগের প্রাণিদের দেহে প্রবেশ করে।
আর আগে ভাবা হত, এই ভাইরাসগুলোর বয়স ১০ কোটি বছর এবং এরা অনেক নতুন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ড. আরিস কাটজৌরাকিস বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, রেট্রোভাইরাস পরিবারের ভাইরাসগুলোর বয়স অন্তত ৪৫ কোটি বছর। আর এই ভাইরাসগুলো সব একই সময়ে সৃষ্টি হয়েছে। ”
আর এই ভাইরাসগুলো আমাদের সামুদ্রিক মেরুদণ্ডী পূর্বপুরুষদের দেহেও সম্ভবত ছিল। এবং সমুদ্র থেকে ভূমিতে বসতি গড়তে আসার সময় তারা ওই ভাইরাসগুলো বহন করে নিয়ে আসেন।
এইচআইভি এই ভাইরাস পরিবারেরই সদস্য। এই ভাইরাসগুলো ক্যান্সার এবং বিভিন্ন প্রাণির দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংসের জন্যও দায়ী।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


মন্তব্য