kalerkantho


টি ম্যাগাজিনের প্রচ্ছদে অপ্রতিদ্বন্দ্বী মিশেল ওবামা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ১৩:১৪টি ম্যাগাজিনের প্রচ্ছদে অপ্রতিদ্বন্দ্বী মিশেল ওবামা

মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা গত আট বছর ধরে নিজের আভিযাত্য, উজ্জ্বলতা ও প্রজ্ঞা দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সহায়তা করেছেন। এ সময়ে হোয়াইট হাউজ সামলানোর এ কাজটিই শুধু করেননি নিজের সুনামও বৃদ্ধি করেছেন তিনি। সম্প্রতি টি ম্যাগাজিনের প্রচ্ছদেও অংশ নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওবামা-মিশেল দম্পতিকে হোয়াইট হাউজ ত্যাগ করতে হবে। আর এ কারণে মিডিয়ার দৃষ্টিও মার্কিন ইতিহাসের অন্যতম সফল এ দম্পতির দিকে।
সম্প্রতি টি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন মিশেল ওবামা। এ সময়ে তার নানা সাফল্যের বিষয়ও তুলে ধরে ম্যাগাজিনটি।
অনেকেই মিশেল ওবামাকে ‘আমেরিকান স্টাইল আইকন’ হিসেবে তুলে ধরেছেন।
তবে নিজেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের সহধর্মিনী হিসেবে পরিচিত করালেও বাস্তবে শুধু সে পরিচয়েই তিনি সীমাবদ্ধ নন। একজন আমেরিকান আইনজীবী ও লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্ট লেডি হিসেবে তিনি ইতিহাসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান নিচ্ছেন।
১৯৬৪ সালের ১৭ জানুয়ারি শিকাগোয় জন্মগ্রহণ করেন মিশেল।
আরও দেখুন কালের কণ্ঠের অ্যালবাম : অপ্রতিদ্বন্দ্বী মিশেল ওবামা


মন্তব্য