kalerkantho


রাতের অন্ধকারে ভয়ানক ঘটনা! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৮:৪৮রাতের অন্ধকারে ভয়ানক ঘটনা! (ভিডিওসহ)

রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন তখন কেউ তো জেগে থাকে। বা কারও জেগে ওঠার সময় হয়। এটি এমন একটি ঘটনা যা দেখলে আপনি ভয়ে থমকে যেতে বাধ্য!

ইংল্যান্ডের একটি বাড়িতে রাতের অন্ধকার হঠাত্‍ই একটি বিকট শব্দ। সকলে বেরিয়ে এসে দেখলেন সিড়ি দিয়ে একটি চেয়ার গড়িয়ে নিচে এসে পড়ল। সঙ্গে একটা বল। অথচ কোনো পরিস্থিতিতেই সেই চেয়ারটি ওভাবে পড়া সম্ভব নয়।

শব্দ শুনে সকলে ছুটে এসে শুধু চেয়ারটি পড়তেই দেখলেন। কিন্তু নেই কোনো মানুষ। তবে কী এটা কোনো অলৌকিক ঘটনা? সিসিটিভিতে ধরা পড়া সেই গা ছমছমে ভিডিওটি দেখে সেই উত্তর খুঁজুন :


মন্তব্য