kalerkantho


আমিরাতের প্রথম নারী মডেল হিসেবে ক্যাটওয়াকে রাফিয়া আল হাজসি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ০৯:১৪আমিরাতের প্রথম নারী মডেল হিসেবে ক্যাটওয়াকে রাফিয়া আল হাজসি

আরব আমিরাতের প্রথম নারী মডেল হিসেবে ক্যাটওয়াক করে নিজের স্বপ্ন পূরণ করলেন রাফিয়া আল হাজসি। আরব ফ্যাশন উইকে তিনি এই ক্যাটওয়াক করেন। কয়েকবছর ধরে সামাজিক বাধা-বিপত্তির বিরুদ্ধে লড়াই করার পর গত রবিবার এই ক্যাটওয়াক করলেন রাফিয়া আল হাজসি।

তিনি বলেন, আরব আমিরাতের মতো একটি রক্ষণশীল দেশের সমাজে তিনি অনেক বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছেন। যেখানকার স্থানীয় সমাজের নারীদের বেশির ভাগই তাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত কালো আবায়া গাউনে ঢেকে রাখে।

রাফিয়া বলেন, "এই খাতে কাজ করতে আসার ফলে আমি নিজেকে খুবই সাহসী মেয়ে বলে মনে করি। একজন আমিরাতি নারী হিসেবে মডেল হওয়াটা আমার জন্য খুবই কঠিন ছিল।" তিনি আরও বলেন, "আজকের এই জায়গায় আসতে আমাকে দীর্ঘ আট বছর ধরে লড়াই-সংগ্রাম করতে হয়েছে।"

এর আগে পাঁচ বছর ধরে স্থানীয় পোশাকের মডেলিং করার পর তিনি রেডিও এবং টেলিভিশনে শো উপস্থাপনা শুরু করেন। যা তার জন্য আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্রবেশের দরজা খুলে দেয়।

হাজসি চলতি বছরের প্রথমদিকে ফ্রান্সে সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। সে সময় তিনি প্যারিস ফ্যাশন উইকে লেবানিজ ডিজাইনার জিয়াদ নাকাদ এর পোশাকের মডেলিং করেন।

গত বৃহস্পতিবার তিনি তৃতীয় আরব ফ্যাশন উইকের উদ্বোধনীতে অংশগ্রহণ করেন। বছরে দু্ইবার এই ফ্যাশন উইকের আয়োজন করা হয়।

রবিবার তিনি লেবানিজ ডিজাইনার আয়েশা রামাদানের বসন্ত-গ্রীষ্ম ২০১৭ কালেকশনের দুটি পোশাক পরে ক্যাটওয়াক করেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


মন্তব্য